
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাসায় ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। আওয়ামী লীগ নেতা আবু শহীদ আব্দুল্লাহর বাসার গ্রিল কেটে এক’শ ভরি স্বর্ণের গহনা ও দেড় লাখ টাকা নিয়ে গেছে ডাকাতরা।
রোববার রাত সাড়ে ৩টার দিকে শহরতলির বারিধারা আবাসিক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়, আবু শহীদ আব্দুল্লাহ জেলা আওয়ামী লীগের দপ্তর উপ-সম্পাদক। তিনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী।
আওয়ামী লীগ নেতা আবু শহীদ আব্দুল্লাহ সংবাদমেইলকে জানান, রাত সাড়ে ৩টার দিকে আমার শহরতলির বারিধারা আবাসিক এলাকায় ১০/১২ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এর পর তারা আলমারি ভেঙে প্রায় ১০০ ভরি ওজনের স্বর্ণের গয়না ও দেড় লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ডাকাতির সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মালপত্র উদ্ধার ও ডাকাতদের ধরার জন্য তৎপরতা চালানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.