
মৌলভীবাজার সংবাদদাতা,সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারে পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে মা বিনা রানী ভৌমিক (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে শহরের সৈয়ারপুর এলাকার লোকনাথ মন্দিরের পাশে । ঘাতকের নাম উৎপল কুমার ভৌমিক (৩২)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টায় পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে উৎপল ভৌমিকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে পাশে থাকা দা দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে।
পরে মায়ের মরদেহ টেনে-হিচড়ে ঘর থেকে বাইরে এনে উঠানের মধ্যে ফেলে রাখে। ঘটনার পর প্রতিবেশীরা উৎপল ভৌমিককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ৯:৪২ অপরাহ্ণ | রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.