
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের পাঁচ জন চেয়ারম্যান প্রার্থীর চাহিদা ছিল আনারস প্রতীকের প্রতি। কিন্তু শেষ পর্যন্ত সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৫জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে লটারীর মাধ্যমে নিজ ভাগ্যে গুনে জয়ী হয়ে আনারস প্রতীকের মালিক হলেন একজন চেয়ারম্যান প্রার্থী।
এদের মধ্যে আ.লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান পেলেন ‘চশমা’ প্রতীক, (স্বতন্ত্র প্রার্থী) সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন ‘আনারস প্রতীক’, (আ.লীগ বিদ্রোহী প্রার্থী) জেলা আ.লীগের সদস্য এম.এ রহিম শহীদ (সিআইপি) ‘মোটর সাইকেল’, যুক্তরাজ্য সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক (আ.লীগ বিদ্রোহী প্রার্থী) সাহাব উদ্দিন সাবুল ‘প্রজাপতি’ প্রতীক,স্বতন্ত্র প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের চেয়ারম্যান সুয়েল আহমদ ‘তালগাছ’ প্রতীক।
এছাড়াও মোট ১৫টি ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তোফায়েল ইসলাম প্রতীক বরাদ্বের সত্যতা ‘সংবাদমেইলকে’ নিশ্চিত করেন।
উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন জেলার ১৫টি ওয়ার্ডের ৯৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস
Posted ৯:২১ অপরাহ্ণ | সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.