
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাবেক এমপি আজিজুর রহমান (চশমা প্রতীক) নিয়ে ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি (স্বতন্ত্র) প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এম শাহীন (আনারস প্রতীক) পেয়েছেন ২৮৯ ভোট।
জেলা নির্বাচন অফিস সুত্র মতে, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রহিম সিআইপি মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৩টি ভোট। এছাড়া সাহাবুদ্দিন সাবুল প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭টি ভোট, বকসি ইকবাল আহমদ ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫টি ভোট ও সুয়েল আহমদ তালগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২টি ভোট।
জেলা পরিষদের সাধারণ সদস্য পদে ১৫টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডে আবু আহমদ হামিদুর রহমান। ২নং ওয়ার্ডে শহীদুল আলম শিমুল,৩ নং ওয়ার্ডে আজিম উদ্দিন। ৪নং ওয়ার্ডে মো. বদরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে সেলিম আহমদ, ৬ নং ওয়ার্ডে মো. আব্দুল মানিক, ৭ নং ওয়ার্ডে এম এ আহাদ,৮ নং ওয়ার্ডে রওনক আহমদ,৯ নং ওয়ার্ডে মো. আতাউর রহমান, ১০ নং ওয়ার্ডে মো. মামুনুর রশীদ চৌধুরী, ১১ নং ওয়ার্ডে হাসান আহমদ জাবেদ,১২ নং ওয়ার্ডে মো. মশিউর রহমান, ১৩ নং ওয়ার্ডে মো. বদরুজ্জামান সেলিম, ১৪ নং ওয়ার্ডে মো. হেলাল উদ্দিন, ১৫ নং ওয়ার্ডে মো. মুর্শেদুর রহমান।
সংরক্ষিত নারী সদস্য হিসেবে ১,২ ও ৩ নং ওয়ার্ডে জুবেদা ইকবাল, ৪,৫ ও ৬ শিরিন আক্তার চৌধুরী মুন্নি, ৭, ৮ ও ৯ রাকিবা সুলতানা, ১০,১১ ও ১২ সৈয়দা জেরিন আক্তার, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড থেকে তফাদার রিজুয়ানা ইয়াসমিন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ডিসি (ক্ষমতাপ্রাপ্ত) রিটার্নি অফিসার মোঃ তোফায়েল ইসলাম এ তথ্য সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৭:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.