
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার স্টেডিয়ামে হাজার হাজার দর্শনাথীদের উপস্থিতিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়েছে।
(১৭ ডিসেম্বর) শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার স্টেডিয়ামে শুরু হয় ঘোড়দৌড় প্রতিযোগীতা।
প্রতিযোগিতায় সিলেট,মৌলভীবাজার, হবিগঞ্জ,সুনামগঞ্জ থেকে মোট ১২টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রথম পর্যায়ে ৫টি রাউন্ডে দৌড়ের মাধ্যমে বাছাইকৃত ৪টি ঘোড়ার মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তুমুল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় দৌড়ে প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজারের বালিকান্দি গ্রামের জালালীয়া নামক ঘোড়া। দ্বিতীয় স্থান অর্জন কওে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের মনিরাজ এবং তৃতীয় স্থান অর্জন করে একই এলাকার রনজীত নামক ঘোড়া।
চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের রঙ্গিন টিভিসহ বিভিন্ন উপহার দেয়া হয়।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: শাহ্ জালাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিসবাউর রহমান প্রমূখ।
সংবাদমেইল২৪.কম/এসবিএ/এস এ
Posted ১০:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.