
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে (ডিবি) গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ি জয়নাল আবেদীন জনি ‘ওরফে কেমা জনি’ (২৮)। সে বেরিরচর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশের (এএসআই) মমিন উল্ল্যাহ জানান, (৩০ নভেম্বর) বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পলিশ অভিযান চালিয়ে পশ্চিম বাজার বেরিরচর এলাকা থেকে ২৮ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চোরাচালানের মাধ্যমে ইয়াবা ব্যবসা করার অভিযোগ রয়েছে।
মৌলভীবাজারের উপ -পরিদর্শক ‘এসআই’ (ডিবি) নিতাই রায় গ্রেফতারের সত্যতা সংবাদমেইলকে নিশ্চিত করে জানান,আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.