
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম: | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
(২৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা আশরাফুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়।
জানা যায় ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার সদরে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মো. কামাল হোসেন। মনোনয়নপত্র যাচাই বাছাই এর সময় তাঁর প্রার্থীতা বাতিল হয়। পরে আপিল বিভাগ থেকে প্রার্থীতা বৈধ হয় কামাল হোসেনের। গতকাল ২৭ ফেব্রুয়ারী বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেনকে চেয়ারম্যান ঘোষণা করেন।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
সংবাদমেইল | Nazmul Islam
.
.