
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
জুড়ী-বড়লেখা থানার নির্মাণ কাজ ও আধুনিক ভবনের উদ্বোধন করতে মৌলভীবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এমপি।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়,মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সকাল ১১টায় বড়লেখায় পৌঁছাবেন মন্ত্রী।দুই থানার নির্মাণ কাজ ও আধুনিক ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
এছাড়াও বিকেলে বড়লেখা উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মন্ত্রীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি,সৈয়দা সায়রা মহসিন এমপি প্রমূখ।
গণপূর্ত অধিদপ্তর সুত্রে জানা যায়,২০১৩ সালের ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড়লেখা থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এতে বাস্তবায়নে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ৩৭ লাখ টাকা।
মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল সত্যতা নিশ্চিত করে সংবাদমেইলকে বলেন,মন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৯:৪৭ অপরাহ্ণ | সোমবার, ২৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.