
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার জেলা শহরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
রোববার ভোরে শহরের সৈয়ারপুর স্কুল সড়কে লন্ডন প্রবাসী মনির মিয়ার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসীর পরিবার সূত্রেমতে,ডাকাতরা ভোরে বাসার পেছনের একটি দরজার তালা ভেঙে ঘরে ঢুকে বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) (ওসি) অকিল উদ্দিন সংবাদমেইলকে জানান, ডাকাতির ঘটনায় রোববার ভোরে শহরে অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:২৯ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.