প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ভোট কিভাবে দিবেন, নিয়ম না জানায় ব্যালটে উল্টাপাল্টা চিহ্ন থাকায় ৫ জনপ্রতিনিধির ভোট বাতিল ঘোষণা করছে জেলা রির্টানিং অফিসার।
জেলা নির্বাচন অফিস সুত্র মতে,জেলার ১৫ টি ওয়ার্ডের মধ্যে ২নং ওয়ার্ডের তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি,৬নং নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ১টি,১২নং ওয়ার্ডের চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয় সেন্টারে ৩টি ভোট বাতিল করা হয়েছে।
জানা যায়,বাতিলকৃত ৫ জনপ্রতিনিধি নিজেদের ভোট দিয়েছেন কিন্তু ব্যালটে উল্টাপাল্ট চিহ্ন দিয়ে ব্যালেট বক্সে জমা দিয়েছেন। পরে ভোট গণনার সময় তাদের ভোট বাতিল করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ডিসি (ক্ষমতাপ্রাপ্ত) রিটার্নি অফিসার মোঃ তোফায়েল ইসলাম ৫ ভোট বাতিলের সত্যতা নিশ্চিত করেন।
সংবাদমেইল২৪.কম/শরীফ/এনএস