
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজার জেলার বড়লেখার তিন আসামির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় পাঁচ অভিযোগের প্রতিবেদন চূড়ান্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার ধানমন্ডিস্থ তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, “আজই প্রসিকিউশনের হাতে এ প্রতিবেদন জমা দেয়া হবে।”
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, “তদন্ত সংস্থার সহকারী পরিচালক শাহজাহান কবির ২০১৪ সালের ১৬ অক্টোবর এ মামলার তদন্ত কার্যক্রম শুরু করেন। ৪০ জনের জবানবন্দি শোনার পর ২৫০ পৃষ্ঠার এ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়। এ মামলায় মোট ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।”
আসামিরা হলেন- আব্দুল আজিজ ওরফে হাবুল (৬৫), আব্দুল মতিল (৬৪) ও আব্দুল মান্নান ওরফে মনাই (৬৪)।
চূড়ান্ত এ প্রতিবেদনে তাদের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা ও গণহত্যার মতো যুদ্ধাপরাধের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৪৫ অপরাহ্ণ | সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.