বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে হাজীপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনার দেওয়া হয়েছে।
(২৫ ফেব্রুয়ারী)শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্ছুর সভাপতিত্বে ও ইউনিয়নের কালেক্টর রহমান খান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি বীর সৈনিক, মুক্তিযোদ্দের অন্যতম সংগঠক নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিরেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ,স.ম কামরুল ইসলাম, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীন প্রধান শিক্ষক খুরশিদ উল্যা, জেলা পরিষদের সদস্য এম এ আহাদ, জেলা পরিষদের সদস্যা রাকিবা সুলতানা তালুকদার, সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, হাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সমুজ আলী, বিশিষ্ট সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্দা ইয়াজিদ আলী, বিশিষ্ট সমাজ সেবক জদিদ হায়দার চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এডভোকেট সানোয়ার আহমদ, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক, শরিফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বাবু প্রবাত চন্দ্র শর্ম্মা, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দীন আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোক্তাদির চৌধুরীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শিক্ষক শিক্ষিকা, এলাকার সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:১৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.