
অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রাজধানীর তেজগাঁওয়ে রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
পূর্ব নাখালপাড়ায় রসুলবাগ এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শিউলী আক্তার জানান, পূর্ব নাখালপাড়ায় তাদের বাসা। ইসমাইল গার্মেন্টস এক্সেসরিজের ব্যবসা করতেন। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যায়। এর পর থেকে বেকার ছিলেন। তিনি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার কদমীরচর গ্রামের আজমত আলীর ছেলে।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.