সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সিলেট: সিলেটের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউছকে হাই কোর্টের দেয়া জামিনাদেশ স্থগিত করেছেন আদালত।
সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি মো. নিজামুল হক মঙ্গলবার এ আদেশ দেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মেয়রদের পক্ষে শুনানি করেনে। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।
আগামী ২ জানুয়ারি বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আসবে।
গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় আরিফুল হক চৌধুরীকে ও অর্থমন্ত্রী কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় হবিগঞ্জ পৌরমেয়র জিকে গউছকে ছয় মাসের জামিন দেন হাই কোর্ট।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হয়েছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.