
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: বহুল আলোচিত ভারত সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বিকেলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেসার মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখে এই দল ঘোষণা করা হয়। তাছাড়া নিউজিল্যান্ড সিরিজে হালকা চোট পাওয়ায় পেসার রুবেল হোসেনকেও স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। দলে ডাকা হয়েছে লিটন কুমার দাসকে। তাকে জায়গা করে দিতে আসন ছাড়তে হয়েছে নুরুল হাসান সোহানকে।
আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। বহুল আলোচিত টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। বিরাট কোহলিদের মুখোমুখি হওয়ার আগে টিম ইন্ডিয়ার ‘এ’ দলের বিপক্ষে দু’দিনের (৫-৬ ফেব্রুয়ারি) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ইতিমধ্যে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য শক্তিশালী টেস্ট দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
১৫ সদস্যের বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৯:০৬ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.