স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকা: নিউজিল্যান্ড সফরে দুর্বিষহ সময় কাটাচ্ছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অনেক ক্রিকেটারের এখন নির্ঘুম রাত কাটছে।
প্রতিপক্ষ বোলারদের শর্ট বল আর বাউন্সারে একে একে করে ঘায়েল হচ্ছেন নামজাদা সব ক্রিকেটার। প্রথম টেস্টে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস চোট আক্রান্ত হয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিঁটকে পড়েছেন।
শুক্রবার দ্বিতীয় টেস্ট শুরুর আগে দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক পাঁজরে চোট পেয়েছেন। মুশফিক ও ইমরুলের পরিবর্তে দ্বিতীয় টেস্ট দলে সুযোগ পাচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকার।
এই টেস্ট দিয়েই নুরুলের টেস্ট অভিষেক হতে যাচ্ছে। অন্যদিকে নিজের চতুর্থ টেস্টটি খেলবেন সৌম্য। ওয়েলিংটন টেস্টের চোট এই ম্যাচ থেকে ছিঁটকে দিয়েছে মুশফিক ও ইমরুলকে। মুশফিকের বদলে বাংলাদেশের হয়ে টস করতে নামবেন তামিম ইকবাল। তামিমই আজ সংবাদ সম্মেলনে জানিয়েছে দলে এই দুই পরিবর্তনের কথা।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.