
আন্তর্জাতিক ডেস্ক,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭ | প্রিন্ট
ভারতের মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগে ১২ নারীসহ ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ১৪ জন। ধোঁয়ায় দমবন্ধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার মুহূর্তে কমলা মিলস নামের ওই ভবনে প্রায় ৫০ জন মানুষ ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রাত ১২টা নাগাদ মোজো লাউঞ্জ নামে একটি রেস্তরাঁয় প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন এবং আটটি পানির ট্যাঙ্ক আগুন নেভানোর কাজ করছে। আগুন এখন অনেকটাই আয়ত্তে আনা গিয়েছে।
শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে ধারণা দমকল কর্তৃপক্ষের। দমকল সূত্রে জানানো হয়েছে, ওই রেস্তরাঁয় পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না। দমকলের পক্ষ থেকে রেস্তরাঁর মালিকের নামে মামলা রুজু করা হয়েছে।
এই বহুতল ভবনে বিভিন্ন বহুজাতিক সংস্থা এবং কিছু মিডিয়ার অফিস রয়েছে। ইতিমধ্যেই বিএমসি কমিশনার অজয় মেহতা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠান হয়েছে। সূত্র আনন্দবাজার পত্রিকা।
Posted ৫:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.