সোমবার ৫ জুন, ২০২৩ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩০

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বারিধারার চমক

স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বারিধারার চমক

পয়েন্ট তালিকায় অবস্থান সবার নিচে। লক্ষ্য একটাই অবনমন এড়ানো। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে উত্তর বারিধারা পৌঁছাতে পারবে কি না, তা নিয়ে সংশয় থাকলেও শেষ মুহূর্তে চমক দেখাতে শুরু করেছে ক্লাবটি।

রোববার জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে শক্তিশালী মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে বারিধারা। জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিওনার্দো লিমা। মজার বিষয় হলে, প্রথম পর্বের লড়াইয়ে মুক্তিযোদ্ধার সঙ্গে ১-০ গোলে হেরেছিল বারিধারা। ফিরতি পর্বে প্রতিশোধটা ভালোমতোই নিল তারা।


এই জয়ে পয়েন্ট তালিকায় একটু উন্নতি হয়েছে বারিধারার। তলানি থেকে একধাপ উপরে ১১তম অবস্থানে এসেছে তারা। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট বারিধারার। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানেই রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। সেখানে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ঢাকা আবাহনী এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-বারিধারার প্রথমার্ধের লড়াই কেটেছে গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেতে পারত মুক্তি শিবির। তবে দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড সাইমন জিওদকার ভলি বিপদমুক্ত করেন বারিধারার গোলরক্ষক।


৬৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি পায় বারিধারা। মনির আলমের ফ্রি কিকে বল লিওনার্দো লিমার দিকে ঠেলে দেন সেনেগালের চামারা সিলভা। বা পায়ের ভলিতে মুক্তিযোদ্ধার জাল কাঁপান লিমা। ১-০তে লিড নেয় উত্তর বারিধারা।

শেষ মুহূর্তে ম্যাচে সমতা আনতে পারত মুক্তিযোদ্ধা। কিন্তু ভাগ্য সহায় হয়নি। ৯০ মিনিটে সাইমনের শট বারিধারার পোস্টে লেগে ফেরত আসে। ফলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।


সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৪২ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত