
লন্ডন সংবাদদাতা: | সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | প্রিন্ট
জিল্লুল হক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জিল্লুল হক ইন্তেকাল করেছেন। শনিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে লন্ডনে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন তিনি।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠনে ব্রিটেনে ব্যাপক ভূমিকা রাখেন জিল্লুল হক। শুধু মুক্তিযুদ্ধকালীন নয় এর আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের হলে এর বিরুদ্ধেও সোচ্চার ছিলেন জিল্লুল হক।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরার পথে লন্ডনে যাত্রাবিরতিকালে সাক্ষাৎ করতে গেলে মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখায় অন্যান্য প্রবাসী সংগঠকদের সঙ্গে জিল্লুল হকও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করেন।
শুধু মুক্তিযুদ্ধ নয়, ব্রিটেনে বাঙালি কমিউনিটির উন্নয়ন অগ্রযাত্রায়ও বিশেষ ভূমিকা রেখেছেন জিল্লুল হক। বিভিন্ন সময় তিনি পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদ কমিটির প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারিসহ কমিউনিটি সংগঠনগুলোর বিভিন্ন শীর্ষ পদে দায়িত্ব পালন করেন তিনি। বঙ্গবন্ধুর স্নেহধন্য এই কমিউনিটি নেতা এক সময় লন্ডন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন শ্রিরামসী চাদবোয়ালিয়ার সন্তান জিল্লুল হকের মৃত্যু সংবাদ নিশ্চিত করে তার ভাতিজা ছানু মিয়া সমকালকে জানান, তার চাচার নামাজে জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি। মুক্তিযুদ্ধের এই প্রবাসী সংগঠককে তার দীর্ঘদিনের আন্দোলনের পীঠস্থান লন্ডনেই হয়তো সমাহিত করা হবে, এমন সম্ভাবনার কথা জানিয়ে ছানু মিয়া তার চাচার আত্মার মাগফেরাতের জন্য সবার দোয়া কামনা করেন।
Posted ১২:০২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.