
রাজনগর প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মিয়ানমারে মুসলমান হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(২৯ নভেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে রাজনগর-বালাগঞ্জ সড়কের পাশে মানবন্ধন পালন করে রাজনগর ইয়ুথ ডেভলাপমেন্ট এ- ওয়েলফেয়ার এসোসিয়েশন।
সংগঠনের সভাপতি ফুয়াদ আহমদ মুরাদের সভাপতিত্বে ও সাংগঠনিক মামুনুর রশীদ বখসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা হিফজুর রহমান আরিফ,হাফেজ তোয়াবুর রহমান,সমাজসেবক হেলালুর রহমান লাল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের মুসলমানদের উপর সে দেশের সেনাবাহীনি যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তা সম্পূর্ন অমানবিক। এই হত্যাকা- বন্ধ করতে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি মানবিক দিক বিবেচনায় সীমান্তে শরনার্থী হিসেবে এসব মুসলমানদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের নিকট দাবী জানান।
সংবাদমেইল২৪.কম/এ আর ই/এনএস
Posted ১১:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.