
ক্বারী মোঃ শাহজাহান আলম :: | বুধবার, ৩০ মার্চ ২০২২ | প্রিন্ট
পবিত্র রমজান মাস খুবই সন্নিকটে।রহমত,বরকত ও মাগফিরাতের সুমহান বার্তা নিয়ে প্রতিবছর রমজান মাস আমাদের সামনে উপস্থিত হয়।
বিশ্ব মানবতার মুক্তির সনদ,মহাগ্রন্থ আল-কোরআন এই রমজান মাসেই নাযিল হয়েছে।সুতরাং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তে সিয়াম সাধনার পাশাপাশি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের শিক্ষা অর্জন করা আমাদের জন্য অত্যাবর্শকীয় কাজ। কোরআন তিলাওয়াত সবাই কম বেশি জানেন কিন্তু তারতীলের সহিত শুদ্ধভাবে তিলাওয়াত করা আমরা অনেকে জানিনা। কখন পুর,কখন বারিক,কখন লম্বা,কখন গুন্না,কখন কোথায় কিভাবে থামতে হবে এগুলো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই তাজবীদ বিষয় অধ্যয়ন করতে হবে।
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)’র প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে প্রতি বৎসর দেশ বিদেশে পবিত্র কোরআন মাজীদের বিশুদ্ধ খেদমত আঞ্জাম দেয়া হয়। তাই রমজান মাস আসলে জ্ঞান পিপাসু ছেলে-মেয়েদের মধ্যে জেগে উঠে এক আনন্দমুখর পরিবেশ। তাছাড়াও অন্যান্য ইসলামী সংগঠনগুলো নিজস্ব উদ্দ্যোগে বিভিন্নভাবে কোরআন শরীফের খেদমত প্রদান করেন।
আমাদের প্রিয় নবীজি (সাঃ) বলেছেন,” তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে কোরআন শরীফ নিজে শিখে ও অন্য কে শিক্ষা দেয়। সিয়াম সাধনার পাশাপাশি বিশুদ্ধ কোরআন শিক্ষা অর্জনের মাধ্যমে আলোকিত হউক ব্যক্তি,রাষ্ট্র তথা সমাজ জীবন।
লেখক:-
ক্বারী মোঃ শাহজাহান আলম
সহকারি শিক্ষক,দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট।
আমতৈল জামে মসজিদ শাখা,কাদিপুর,কুলাউড়া।
Posted ১১:১৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ মার্চ ২০২২
সংবাদমেইল | Nazmul Islam
.
.