
মাহবুব-সুয়েব | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | প্রিন্ট
আমি উদ্দাম,আমি ক্ষিপ্ত,
আমি বহমান স্রোতের ধারা।
আমি উত্তাল,আমি বজ্র,
আমি মুক্ত ঝর্নাধারা।
আমি উন্মাদ,আমি বিজলি,
আমি গৃহ বাঁধনছেঁড়া।
আমি বন্য,আমি আদিম,
আমি দুর্লভ মনোহারা।
আমি দুর্বার,আমি দুর্জ্যেয়,
আমি নিশীথ রাতের তারা।
আমি বর্বর,আমি প্রাচীন,
আমি অগ্নি দিয়ে গড়া।
আমি প্রস্তর,আমি কঠিন,
আমি রক্ত-স্রোতধারা।
আমি ঝড়,আমি ক্ষ্যাপা,
আমি মানি না প্রহরা।
আমি উল্কা,আমি পবন,
আমি শৃঙ্খলের অন্তরা।
আমারই আত্মার ডাকে,
আমি দিয়েছি কেবল সাড়া।
Posted ১১:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.