
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
ঢাকা: অ্যাটর্নি জেনারেল পদে অ্যাডভোকেট মাহবুবে আলমের বহাল থাকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাই কোর্ট।
মঙ্গলবার বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি খারিজ করে দেন।
এর আগে ২০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চের একজন বিচারপতি রিটটি শুনতে বিব্রতবোধ করেন।
প্রধান বিচারপতির কাছে গেলে তিনি নতুন বেঞ্চ গঠন করে দেন।
অ্যাটর্নি জেনারেল পদে অ্যাডভোকেট মাহবুবে আলমের বহাল থাকাকে চ্যালেঞ্জ করে ১০ নভেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।
রিটে বলা হয়, সংবিধানের ৬৪ (১) ও ৯৬ (১) ধারা অনুযায়ী ৬৭ বছর বয়সের পরে এ পদে বহাল থাকার বিধান নেই। বিধান লঙ্ঘন করে প্রায় আট বছর ধরে অবিরামভাবে এ পদে বহাল আছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল।
সংবাদমেইল২৪.কম/এসএইচএস/এসএ
Posted ১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.