
প্রবাস ডেক্স: সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট
মালয়েশিয়ার সেরেমবানে জালান বাহাউ কেমায়ান সড়কে এক দুর্ঘটনায় বাংলাদেশি লরিচালক ও তার সহকারী নিহত হয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম তানভীর আহমেদ সিদ্দিকী (৪৬)। তবে বাংলাদেশের কোথায় তার বাড়ি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত তার সহকারীর নাম ইসমাইল ফাদলিজাহ (৪৫) ও আহত অপর সহকারীর নাম মো. আমিন (২৯)। তারা মালয়েশিয়ার নাগরিক বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা বারনামার খবরে জানা যায়, হিমায়িত মুরগির মাংস বহনকারী ওই লরি সড়কের একটি মোড় ঘোরার সময় উল্টে গেলে চালক তানভীর এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরেক সহকারী মো. আমিন।
আমিনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বাংলাদেশি লরিচালক তানভীরের মরদেহ হিমঘরে রাখা হয়েছে বলে জানা যায় ওই বার্তা সংস্থার খবরে।
সংবাদমেইল২৪.কম/এনএস/এনএস
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.