
মালয়েশিয়া সংবাদদাতা: | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
মালয়েশিয়ায় করোনা মহামারির লকডাউনেও অবৈধ অভিবাসীবিরোধী অভিযান অব্যাহত রেখেছে দেশটির অভিবাসন বিভাগ। দীর্ঘ কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ থাকা বিভিন্ন কাজের সাইটগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এতে করে অভিবাসী কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরী ইয়াকুব।
এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের যৌথ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ জন অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে এবং অপর অভিযানে ৭ অভিবাসীকে ভিসার অপব্যবহারের কারণে গ্রেফতার করা হয়েছে।
দেশটিতে ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধার করতে ফেস- ১, ২, ৩ ও ৪ নামে একটি পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ধীরে ধীরে ধাপগুলো বাস্তবায়ন করে দেশের অর্থনীতি চাঙ্গা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ঘোষণায় বলছেন, ১৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে ব্যাপকহারে অর্থনীতি সংশ্লিষ্ট সব সেক্টর খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এগুলোর মধ্যে রয়েছে- এতদিন ধরে বন্ধ থাকা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান, নির্মাণ সেক্টর, কল-কারখানা, পর্যটন স্পট, বিনোদন কেন্দ্র, দোকানপাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।
তবে এসব অর্থনৈতিক খাত পরিচালনা করবেন ইতোমধ্যে যারা ডাবল ডোজ টিকা নিয়ে ১৪ দিন কোয়ারেন্টিন পার করেছেন। এ অবস্থায় প্রবাসীদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে; যারা লকডাউনে কাজ-কর্ম হারিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন।
Posted ৮:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.