
প্রবাস ডেস্ক : | শনিবার, ১৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
প্রতীকি ছবি
-সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী মালদ্বীপে পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ নভেম্বর সোমবার স্থানীয় সময় রাত ১১ টায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে মালদ্বীপ আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।মালদ্বীপ আওয়ামী যুবলীগের আহ্বায়ক সেলিম ফরাজীর সভাপতিত্বে যুগ্ম অহ্বায়ক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ দুলাল মাদবর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দুলাল হোসেন, মালদ্বীপ আওয়ামী লীগের নেতা নূরে আলম রিন্টু, মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল সিকদার। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ সাগর। এতে উপস্থিত ছিলেন- মালদ্বীপ আওয়ামী লীগের সদস্য গাজী জাহিদ, এনামুল হক জাকির, নুরে আলম ভুইয়া, মো. রফিক এবং মালদ্বীপ যুবলীগ ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলামিন।
Posted ৯:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.