
মালদ্বীপ সংবাদদাতা: | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে বাংলাদেশ থেকে আগত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দূতাবাসের হলরুমে আলোচনা সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মালদ্বীপের ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রর্দশন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুদীপ্ত আহমদ আনন্দ, সিনিয়র রিপোর্টার দেশ রূপান্তর ও সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন; আনিসুর রহমান, সিনিয়র রিপোর্টার, ডেইলি স্টার ও সাধারণ সম্পাদক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
রাষ্ট্রদূত তার বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এর আগে একসঙ্গে এত সাংবাদিক মালদ্বীপের মাটিতে আসেননি। সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আপনারা এসেছেন বাংলাদেশ থেকে; মালদ্বীপে আমরা অনেক আনন্দিত।
Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.