ফিফার র্যাংকিংয়ে মালদ্বীপ ফুটবল দল বাংলাদেশ থেকে ৩১ ধাপ এগিয়ে। সাফ চ্যাম্পিয়নশিপের খেলাটাও চলছে তাদের দেশে। জামাল ভূঁইয়ারা প্রথমার্ধে স্বাগতিকদের ঠেকিয়ে রাখলেও দ্বিতীয়ার্ধে আর পারেনি। দুটি গোল হজম করতে হয়েছে বাংলাদেশকে। এর ফলে দ্বীপ রাষ্ট্রটিকে হারানোর ১৮ বছরের অপেক্ষা আরো দীর্ঘায়িত হলো লাল-সবুজদের জন্য।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে দুটি গোলের একটি করেছেন হাজমা মোহাম্মদ। অন্যটি সফল পেনাল্টি কিক করেন আলী আশফাক।
প্রথমার্ধে বাংলাদেশ রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল বেশি। জাল সুরক্ষিত রাখতে ডি-বক্সের আশপাশে বেশ কয়েকটি ফাউল করেছে বাংলাদেশ, যার ফলে কয়েকটি ফ্রি কিক পায় মালদ্বীপ। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি।
তবে, বেশি ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ডরা। মতিন মিয়া ও বিপলু কয়েক বার বল নিয়ে বক্সের মধ্যে প্রবেশ করলেও লক্ষ্যে ভালো শট নিতে পারেননি।
প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে নেমে ৫৫তম মিনিটেই দুর্দান্ত এক গোল করে মালদ্বীপকে লিড এনে দেন হামজা মোহাম্মদ। ৭৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আলী আশফাক।
শেষ দিকে যোগ করা ৩ মিনিট সময়ে বাংলাদেশ গোলে পেতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। মাঝমাঠ ছেড়ে উপরে উঠে আসে জামাল ভূঁইয়া, তপু বর্মণও। শেষ মিনিটে জুয়েল রানার দুর্দান্ত এক চেষ্টা ছিল দেখার মতো। কিন্তু মালদ্বীপের জালে আর বল জড়ানো গেলে না।
ফলে ২-০ গোলে জয় নিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ৩ পয়েন্ট পেল মালদ্বীপ।
এই হারের পরেও বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন এখনো টিকে আছে। ২ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেপাল। ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ২ ম্যাচ খেলে মালদ্বীপের পয়েন্ট ৩। সমান ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ২। ফাইনালে কারা খেলবে সে জন্য হয়তো অপেক্ষা করতে হবে ১৩ অক্টোবর পর্যন্ত। সেদিন শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।
Comments
comments
Posted ১২:৩১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam