
আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৃত্যুর পর মানুষের মরদেহ থেকে হীরা তৈরির দাবি করেছে একটি সুইস কোম্পানি। কোম্পানিটির ভাষ্য, তারা এমন এক পদ্ধতি আবিষ্কার করেছে যার সাহায্যে মানুষের মরদেহ থেকে সহজেই তৈরি করে ফেলা যাবে হীরা।
সুইস কোম্পানিটির এ দাবি সত্য হলে, তবে হীরাপ্রেমীদের জন্য নিসন্দেহে একটি সুখবর তাতে কোনো সন্দেহ নেই।
বিষয়টিকে সুখবর বলে মনে করা হলেও এ হীরার দাম কিন্তু মোটেও কম পড়বে না। মরদেহ থেকে হীরা বানিয়ে সেটি দিয়ে একটি আংটি বানানো হয় তবে আংটির দাম পড়বে ১৫ লাখ পর্যন্ত।
কী করে হবে এই অসাধ্য কাজ? এমন প্রশ্নের জবাবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত উচ্চ তাপমাত্রায় মৃতদেহটি পুড়িয়ে তা থেকে কার্বন বের করা হবে। তারপরে সেই কার্বনকে কৃত্রিম হীরায় রুপান্তর করা হবে।
এখন যদি আপনি ভেবে থাকেন এই হীরেগুলি বুঝি শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য তৈরি হবে, তাহলে ভুল ভাবছেন। কেননা কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে সাধারণের কথা মাথায় রেখে এই হীরার মূল্য পুনঃনির্ধারণ করা হবে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.