
আব্দুর রহমান আব্দুল্লাহ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
সিলেটের বাদশাহ হযরত শাহ জালাল (র.) এর উত্তরসুরী হযরত শাহ কামাল (র.) এর বংশধর হযরত শাহ মজিদ (র.) এর সুযোগ্য নয়নের মনি,ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ওলী,ওলীকুল শিরোমণি,যামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ,পীরে কামিল,রইসুল কুররা ওয়াল মুফাস্সিরিন,এতিম-অনাথের বন্ধু স্বজন,উস্তাজুল উলামা,শামছুল উলামা, হযরতুল আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব ক্বিবলা ফুলতলী (র.) এর সুযোগ্য বড় ছাহেবজাদা, মানবতার তরী,মুক্তির দিশারী, এতিম-অনাথের নয়নের মণি, সত্যের প্রহরি,ন্যায় অধিকারী,রাসুলের সৈনিক,বীর সেনানী,নির্ভয় নির্ভীক,অসহায়দের সহায়ক,মানবতার জনক,সাম্যের প্রসারক, হযরতুল আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ক্বিবলা (ফুলতলী)।
মানবতা যখনি বিজন দৃশ্যে নির্ভাক হয়ে বসে রয়েছে,তখনি সাম্যের চেতনায়,মানবতার গর্জনে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলছেন এই বীর মনিষী মহান ব্যক্তিত্ব মুক্তির দিশারী।
যখনি অন্যায় অবিচার,অসাম্যের সমাহার, সত্যের নীড়ে,তিমির নিবিড়ে,নিরলে,সংগোপনে কালো ছায়ায় প্রবল দর্শণে আবর্তণ করে সত্য আড়াল করে ঘেঁষে রয়েছে! তখনি তিমির রজনীর মানবতার শশী,বিজন দৃশ্যে আঁধার ঘেঁষে যাওয়া সত্যের নীড়ে,ন্যায়ের জ্যোতি হয়ে ফুটে উঠেন এই মহান ব্যক্তিত্ব বীর মনিষী।
তিনিই সেই মহান বীর মনিষী,যিনি অসহায়দের পাশে সহায়তার দু’হাত বাড়িয়ে মুক্তির দিশারী হয়ে পাশে দাঁড়ান।
এতিম-অনাথেরা যখন অনাশ্রয়ের অভাবে নেত্রের অশ্রুঝরা নোনাস্রোতে বহমান তটিনির তীর ঘেঁষে ভেসে যেতে শুরু করে, তখনি মানবতার তরী হয়ে,মুক্তির দিশারী হয়ে,নয়ন ক্রিবিণে অশ্রু স্রোতে বয়ে যাওয়া অসহায়দের সহায়তার জনক হয়ে,নিজ ভবন নীড়ে,কোন্দল হৃদে,হর্ষের কিরণ হয়ে,স্নেহের বাঁধনে,হৃদয় অনলে,মায়ার আদলে আবদ্ধ করে,পাশে এনে,বুকে টেনে ঠাঁই দেন।
তিনিই সেই মহান বীর মনিষী। যিনি মানবতার টানে বারবার লক্ষাধিক অসহায় মুসলিমের সহায়তার জন্যে মানবতার তরী হয়ে মুক্তির দিশারী হয়ে তাদের কাছাকাছি গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন।
যারা নিজ ভবন ত্যাগ করি বেদ্বীনের নিপিড়িত,নির্যাতিত,হিংস্র হত্যাযঙ্গ্যা,নির্মম মানব হত্যার হস্ত থেকে জীবন পণ সংগ্রাম করে অনাশ্রয়কৃত শরণার্থী হয়ে নিজ রাজ্য পরিত্যাগ করে জীবনের নিত্য প্রভায় নিবিড় তিমির ঘেঁষে অরুণের কিরণ মাখা জ্যোতি নয়ন ক্রিবিণে জ্বেলে নিতে পারি জমিয়েছেন ভিন্ন রাজ্যে। যেখানে এসে ন্যায় আহরণে অগণিত পরিশ্রমে কঠোর অন্বেষণে খুঁজে পেয়েছেন এক দয়ার বাহার,ন্যায়ের সমাহার,মানবতার তরী,মুক্তির দিশারী,অসহায়দের সহায়ক,বীর মনিষী সেই উদিয়মান মহান ব্যক্তিত্ব,নিঃস্বার্থ মানব,এতিম-অনাথের হৃদয় মণি,পীরে কামিল,হযরতুল আল্লাম জনাব ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেবজাদা (ফুলতলী) সহ সমস্ত পরিবার বর্গ।
মানব জীবন ঘুচে যাবে তবু, ঘুচাবেনা এই মানব সেবার অবদান। চলে যাবে দীপ্ত প্রহর,ঘেঁষে যাবে সেথায় অগ্নি প্রখর, মুছে যাবেনা তবু এই মানবতার মহত্বের অবদান। যোগ যাবে তবু সেথা ইতিহাসে রবে চির অম্লান।
সাম্যের নীড়ে,অন্যায় দহনে অত্যাচার,পাপাচার যত করুক দর্শণ! বেদ্বীনের ঝাণ্ডার,রুখে দিতে বারবার,বীর চেতনায়,দিবেন তিনি গর্জন।
তিনিই সেই মহান বীর মনিষী,মানবতার তরী,মুক্তির দিশারী হযরতুল আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেবজাদা (ফুলতলী)।
লেখক:- কবি www.facebook.com/rohmanabdullah.official
Posted ১২:৩২ অপরাহ্ণ | শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.