
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাঁ চোখের ভেতর দিয়ে বোমার স্প্লিন্টার মস্তিষ্কে ঢুকে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।
শুক্রবার সকালে এ কথা জানান তিনি।
এদিন সকালে হাসপাতাল মর্গে প্রায় এক ঘণ্টা ধরে ময়নাতদন্ত করা হয়। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
ডা. সোহেল মাহমুদ বলেন, লে. কর্নেল আজাদের বাঁ চোখে বোমার একটি স্প্লিন্টার ঢুকে গিয়ে মস্তিষ্কের ভেতর ঢুকে আটকে রয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে। বোমার স্প্লিন্টারে কর্নেল আজাদের বাঁ চোখটি নষ্ট হয়ে গিয়েছিল বলে জানান সোহেল মাহমুদ। এ ছাড়া তার শরীরে রক্তক্ষরণও হয়েছিল।
উল্লেখ্য, সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানের সময় বিস্ফোরণে গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে দেশে আনা হয়।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৪:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.