
অনলাইন ডেস্ক : | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | প্রিন্ট
আশঙ্কাজনক জন্মহার কমে যাওয়ায় দম্পতিদের সন্তান জন্মদানে উদ্বুদ্ধ করতে বেতনসহ এক বছর মাতৃত্বকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা করেছে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানসি প্রদেশ কর্তৃপক্ষ। এনিয়েবার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শানসিতে মাতৃত্বকালীন ছুটি ১৬৮ দিন । এই ছুটি দ্বিগুণ করার জন্য জনমত জরিপ করতে প্রাদেশিক প্রশাসন। এই ছুটি অনুমোদন পেলে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে জার্মানি কিংবা নরওয়ের মতো ইউরোপীয় দেশগুলোর কাতারে চলে আসবে শানসি।
এছাড়া তৃতীয় সন্তানের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটিও দ্বিগুণ বাড়িয়ে ৩০ দিন করার কথা বিবেচনা করছে শানসি প্রাদেশিক কর্তৃপক্ষ।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১৬ সালে দীর্ঘ সময়ের এক সন্তান নীতি থেকে সরে এসে দুই সন্তান নীতি গ্রহণ করে দেশটির সরকার। কিন্তু তারপরও জন্মহার নাটকীয়ভাবে কমে যাওয়ায় চলতি বছরের মে মাসে চীন সরকার বিবাহিত দম্পতিদের তিন সন্তান নেওয়ার বিষয়টি অনুমোদন করে।
Posted ৮:৫১ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.