
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৬ মার্চ ২০১৮ | প্রিন্ট
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুলাউড়ায় ব্রাহ্মণবাজার উদীয়মান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে যথাযগ্য মর্যাদায় নানা কর্মসূচী পালন করা হয়েছে।
(২৫ মার্চ) রবিবার বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে সংস্থার সদস্যদের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
(২৬ মার্চ) সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় শুরু হয়। এতে প্রায় দেড়শতাধিক লোকের ব্লাড গ্রুপ ফ্রি নির্নয় করা হয়। এছাড়াও বিকেলে নানা রকম ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু নায়েম মিসবার সভাপতিত্বে ও সহ-সভাপতি আবুল কাশেম উসমানীর পরিচালনায় বিকেলে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আরিফুল ইসলাম লোকমান, আব্দুল ওয়াহিদ, সোহেল আহমদ, সাইদুল ইসলাম লাকী, সাধারন সম্পাদক এইচ আর জেবুল, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবির আহমদ দুলাল, প্রচার সম্পাদক বদরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুমায়ের আহমদ শিপু প্রমুখ।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৬ মার্চ ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.