
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গাইবান্ধার এমপি লিটন হত্যার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেয়া যায় না। হত্যাকারীদের খুঁজে বের করে তাদের শান্তি নিশ্চিত করা হবে।”
(০৪ জানুয়ারী) বুধবার সকালে গণভবন থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও উন্নয়ন নিয়ে রংপুর বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী অপরাধীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, “আমরা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছি- যারা এর সঙ্গে জড়িত, যে কোনোভাবে তাদেরকে খুঁজে বের করতে হবে।”
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবাবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জের নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হন।
প্রধানমন্ত্রী এ সময় শিক্ষক, অভিভাবক, মসজিদের ইমামসহ সব শ্রেণি-পেশার মানুষকে জঙ্গিবাদ উচ্ছেদে ভূমিকা রাখার আহবান জানান।
এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে ‘ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের দশতলা ভবন এবং এক হাজার আসনের ‘শেখ হাসিনা ছাত্রী হল’- এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফরেন্সে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ রংপুর বিভাগের সংসদ সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান, টিপু মন্সি, নুরুল ইসলাম সুজন, রমেশ চন্দ্র সেন, মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এনবি/এনআই/এনএস
Posted ৫:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৪ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.