
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ছবিঃ ভূমিকম্পের আতংকে দৌড়ে আকাশের নিচে লোকজন
ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলের মতো কেঁপে উঠলো কুলাউড়া শহর। এসময় সব ভবন দুলতে থাকে। অনেকেই আতঙ্কে ছোট বড় ভবন থেকে নিচে নেমে আসে। কেউ কেউ ভবনের ভেতরে আশ্রয় নেন। পাশাপাশি স্থানীয় মিলি প্লাজার ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন প্রাণ রক্ষার জন্য দৌড়ে আকাশের নিচে অবস্থান নিতে দেখা যায়। তবে ভূমিকম্পের প্রচন্ড ঝাঁকুনিতে পুরো শহরে আতঙ্কের সৃষ্টি হয়।
(০৩ জানুয়ারি) মঙ্গলবার বিকাল ৩টা ৯মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭০ কিলোমিটার উত্তর-পূর্ব এবং আগরতলা থেকে ৭৬ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়, ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।
তাৎক্ষণিকভাবে কুলাউড়ার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে ‘সংবাদমেইলকে’ জানিয়েছেন কুলাউড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের (অফিসার ইনচার্জ) মোঃ দেওয়ান আলী।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.