
মৌলভীবাজার প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে মৌলভীবাজার রানার্স ক্লাবের উদ্যোগে ২১ কিলোমিটার পথ দৌড়ালেন আটজন দৌড়বিদ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ভোর ৭টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে তারা শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশ্যে দৌড় শুরু করেন। এসময় মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি তাদের বিদায় জানান।
দৌড়বিদরা হলেন- ইমন আহমেদ, রাজীব দে অনিক, নাহিদ ইসলাম মিথুন, কলি রায়, আকবর আলী, আব্দুর রহমান ইমন, জাফর আলম জয় ও হাসান আহমেদ রাতুল।
সাড়ে ৩ ঘণ্টায় তারা ২১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীমঙ্গল জিরো পয়েন্টে পৌছাঁন। রানার্স কমিউনিটি শ্রীমঙ্গলের সদস্যরা তাদের অভ্যর্থনা জানান।
মৌলভীবাজার রানার্স ক্লাবের এডমিন ইমন আহমেদ জানান, দৌড় হলো সুস্থ সবল শরীরের জন্য অত্যাবশ্যক ব্যাপার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের এই ব্যতিক্রমী আয়োজন।
Posted ৭:০২ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.