
নিজস্ব প্রতিবেদক,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
ভারতের দিল্লীতে মুসলমানদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ি-ঘর ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ মিছিল করেছে দুটি ইসলামী সংগঠন।
শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ কুলাউড়া পৌর শাখার সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক জায়েদ বখস্ টিপু, উপজেলা আল ইসলাহর সহসভাপতি মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা মখলিছুর রহমান প্রমুখ।
এসময় বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার নেতা কর্মীরা ছাড়াও কুলাউড়ার ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.