আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | রবিবার, ২০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ভারতের উত্তর প্রদেশের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুতের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো ১৫০ জন। উদ্ধার কাজ চলছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববার ভোরে কানপুর থেকে ১০০ কিলোমিটার দূরে পাখরায়ানের কাছে ওই দুর্ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) দালজিত সিং চৌধুরী জানান, ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এরই মধ্যে দুর্ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী পাঠানো হয়েছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে রেলমন্ত্রী সুরেশ প্রভু তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তাসহ উদ্ধারকাজে অংশ নিয়েছে স্থানীয় মানুষ।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৯:৫৬ পূর্বাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.