
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ভারতে গ্রেপ্তার হওয়া সিলেটের শিল্পপতি রাগীব আলীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(২২ নভেম্বর) বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সিলেটের বিয়ানীবাজারের শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর দিয়ে তাকে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় করিমগঞ্জের ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে আটক করছিল।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, বিয়ানীবাজার থানা পুলিশ শেওলা-সুতারকান্দি শুল্ক স্থল বন্দর ইমিগ্রেশনে রাগীব আলীকে গ্রহণ করে।
উেেল্লখ্য,ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দায়ের করা দুটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির দিনই গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তারা। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে সপরিবারে ভারতে পালান রাগীব আলী। এর পর নিজের মালিকানাধীন সংবাদপত্র সিলেটের ডাকের প্রকাশক ও সম্পাদক পদে থাকাকে অবৈধ দাবি করে দায়েরকৃত একটি মামলায়ও পিতা-পুত্রের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
১২ নভেম্বর হঠাৎ দেশে ফিরে আসেন রাগীব আলীর ছেলে আব্দুল হাই। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ভারতে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক রাগীব আলী
সংবাদমেইল২৪.কম/এএম/এনএস
Posted ৮:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.