
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া: জেলার নবীনগরে ভাতিজার হাতে চাচা দুলু মিয়া (৬০) খুন হয়েছেন। ঘটনার পর থেকে ঘাতক ভাতিজা নজরুল ইসলাম পলাতক রয়েছেন।
শুক্রবার রাতে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জল্লিকান্দি গ্রামে একটি মাহফিলের প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে চাচাতো ভাই ইয়ার হোসেনের সঙ্গে নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল ইয়ার হোসেনকে মারতে গেলে দুলু মিয়া ছেলেকে রক্ষার জন্য এগিয়ে যান। এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন ।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.