
স্পোর্টস রিপোর্টার, সংবাদমেইল২৪ডটকমঃ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: লাহোরে পাকিস্তান ক্রিকেট দলের এক ভক্তের ব্যয়বহুল চিকিৎসা চলছে। সেজন্য আসরে নেমে পড়লেন খোদ অধিনায়ক। ভক্তের চিকিৎসা ব্যয় বহনে প্রায় ৩ লাখ রুপি সাহায্য সংগ্রহ করেছেন মিসবাহ উল হক।
১৬ বছর বয়সী রোহানের হৃৎপিন্ডে একটি গর্ত হয়েছে। তা সারিয়ে তোলার জন্য অপারেশন প্রয়োজন। এই অবস্থায় ক্রিকেট ভক্তকে স্বাভাবিক ও সুস্থ করে তুলতে একটি ক্যাম্পেইন শুরু করেন ৪২ বছর বয়সী ক্রিকেটার।
অবশ্য শুধু অন্যের কাছ থেকে সাহায্য সংগ্রহই নয়- মিসবাহ নিজেও রোহানের চিকিৎসার ব্যয়ের বড় একটা অংশ বহন করছেন। যার সাথে তার পরিচয় হয়েছিল ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের সময়। সেই রোহানের অসুস্থতার খবর মিসবাহের কানে যায় তার আঞ্চলিক কোচ তাহির শাহের মুখ থেকে। কারণ তার কোচ ওই পাক ভক্তের পড়শি।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৬:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.