
আনহার আহমদ সমশাদ,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
গত ২৫ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে মৌলভীবাজারের বড়হাট ও নাসিরপুরে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ।
পরে পুলিশের সাথে যোগ দেয় সোয়াত, র্যাব, ফায়ার সার্ভিস, আর্মড পুলিশ ব্যাটালিয়ান, সিটিসিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার বিকেলে ঢাকা থেকে আসা সোয়াত দল প্রথমে নাসিপুরের আস্তানায় অভিযান চালায়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ওই দিন অপারেশন সমাপ্ত করতে পারেনি তারা।
পরদিন বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে সফল হয় সোয়াত। অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে মারা যায় নারী-শিশুসহ ৭ জঙ্গি।
পরবর্তীতে শুক্রবার সকালে বড়হাটের আস্তানায় অপারেশন ম্যক্সিমাস নামের অভিযান শুরু করে সোয়াত সদস্যরা। আলোকস্বল্পতার কারণে শুক্রবার অভিযানটি শেষ করতে না পারলেও শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করে সফল হয় সোয়াট।
অভিযানের কোনো একটি সময়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে বড়হাটের এই আস্তানায় তিন জন নিহত হয়।
নাসিরপুরের ৭ ও বড়হাট আস্থানার ৩ লাশের ময়না তদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ করে মরদেহ গুলো দরগাহ মহল্লা সড়ক সংলগ্ন লাশ ঘরে রাখা হয়েছে।
লাশের দুর্গন্ধ বাতাশের মাধ্যমে হাসপাতাল ও আবাসিক এলাকায় ছড়িয়ে অসাস্থ্যকর দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই
Posted ৭:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.