
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর এলাকা বড়হাটে ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অংশ নেয়া এক পুলিশ সদস্য বিস্ফোরণে আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, এটি আস্তানার ভেতর থেকে ছুঁড়ে মারা বোমার বিস্ফোরণ।
শুক্রবার সকাল ৮টায় বড়হাটের ‘জঙ্গি আস্তানায়’ শুরু হয় ‘অপারেশন ম্যাক্সিমাস’। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে শহরের আবুশাহ দাখিল মাদরাসার গলিতে দোতলা বাড়িটির আশপাশ থেকে গুলির শব্দ শোনা যায়। সকাল পৌণে ১০টায় ব্যাপক গুলি বর্ষণের শব্দ পাওয়া যায়।
এর আগে সকালে পুলিশ ও র্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিয়ে দাঁড়ায়। পরে সোয়াট সদস্যরা এসে পৌঁছার পর অভিযান শুরু হয়।
ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে বড়হাট এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ এবং স্থানীয়দের সরিয়ে দেয়া হয়েছে। সাংবাদিকদেরও এ এলাকায় দাঁড়িয়ে না থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি তিনতলা বাড়ি এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে একটি একতলা বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর মধ্যে নাসিরপুর গ্রামের বাড়িতে অভিযান শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশের ‘অপারেশন হিট ব্যাক’ সমাপ্ত ঘোষণা করার হয়। সেখানে আত্মঘাতী বিস্ফোরণে সাত জঙ্গি মারা গেছেন।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এনআই
Posted ৪:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.