বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানার পরিস্থিতি অত্যন্ত জটিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
শুক্রবার বড়হাট এলাকায় ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মনিরুল বলেন, অভিযান শুরু হয়েছে। শেষ হতে বিলম্ব হতে পারে।
তিনি জানান, ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে বলে তারা জানতে পেরেছেন। বৃহস্পতিবার রাতেও তারা বিস্ফোরণ ঘটিয়েছে। গুলি ছুড়েছে।
মনিরুল বলেন, “জঙ্গি আস্তানায় একাধিক কক্ষ রয়েছে। কক্ষগুলোতে বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরক বিষয়ে বিশেষজ্ঞ কোনো জঙ্গি ভেতরে রয়েছে।”
তবে এখন পর্যন্ত পরিস্থিত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।
মাথায় স্প্লিন্টার ঢুকে মৃত্যু হয় লে. কর্নেল আজাদের
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৪:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.