
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ২৯ মে ২০১৮ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ তাঁর ইউনিয়নের এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে সর্ব মোট আয় ১ কোটি ২৭ লাখ ৫১ হাজার ১৬৫ টাকা, মোট ব্যয় ১ কোটি ২৬ লাখ ৭৫ হাজার ৭১৫ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৭৫ হাজার ৪৫০ টাকা।
ইউনিয়ন পরিষদ হল রুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানের আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউপি সদস্য ফারুক আহমদ।
এ সময় ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আলা উদ্দিন, মঈন উদ্দিন, ইসরাব আলী, সৈয়দ লুৎফুর রহমান, রুবেল আহমদ, ফয়জুর রহমান, ইউপি সচিব তানজিভ ইসলাম, নারী ইউপি সদস্য সোনারা আক্তার, মনিয়া বেগম, রাহেলা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই
Posted ৮:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.