
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউপির রুকনপুর গ্রামে ১৬ লাখ টাকা ব্যয়ে ৫৫ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
(১০ জানুয়ারি) মঙ্গলবার রাতে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির সদাগরের সভাপতিত্বে ও ইউপি চেয়ারমান এনাম উদ্দিন এবং শিমুল চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ইউপি সদস্য আলতাফ হোসেন প্রমুখ।
সংবাদেমইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.