বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবারের বড়লেখায় সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন তালিমপুর ইউনিয়নের বড়ময়দান গ্রামের মৃত মনির আলী ছেলে সাজাপ্রাপ্ত আসামী হেলাল উদ্দিন, জুতিরবন্দ গ্রামের লাক্কু দাসের ছেলে বাবুলাল দাস, মাইজগ্রামের এরশাদ আলীর ছেলে হেলাল উদ্দিন ও হাকালুকি বড়ময়দান গ্রামের মজম্মিল আলীর ছেলে মো. আলী হোসেন।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৬:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.