
বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
‘শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন, উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’- এ স্লোগানে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে মৌলভীবাজারের বড়লেখায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
(৯ জানুয়ারি) সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরের মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তীতে জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি উন্নয়ন মেলায় অংশ নেওয়া ষ্টল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস,ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, উপজেলা প্রকৌশলী বিদ্যু ভূষণ পাল, পল্লী বিদ্যুত এর ডিজিএম নীল মাধব বণিক প্রমুখ।
এবারের উন্নয়ন মেলায় মোট ৩১টি ষ্টল অংশগ্রহণ করেছে।
সংবাদেমইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ০৯ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.