বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় পিপলু বিশ্বাস নামে ১১ বছরের এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত পিপলু বিশ্বাস উপজেলার দাসেরবাজার ইউনিয়নের মাইজুরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে।
খবর পেয়ে মঙ্গলবার রাতে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বড়লেখা থানার এসআই সুরঞ্জিত দাস বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে পিপলু তার মায়ের কাছে ভাত খাওয়ার জন্য বলে। এসময় তার মা ভাত দিতে দেরি করেন। ভাত দিতে দেরি হওয়ায় সে মায়ের সঙ্গে অভিমান করে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.