
বড়লেখা সংবাদদাতা,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
মৌলভীবাজারের বড়লেখায় এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
(৮ নভেম্বর) মঙ্গলবার এমএইচএস সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আহাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মো. তোফাজ্জল হোসেন শান্ত’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল্লাহ,কাউন্সিলর রাহেন পারভেজ রিপন,প্রধান শিক্ষক মাকসুদুর রহমান বিদ্যালয়ের ভূমি দাতা বিরেন্দ্র চন্দ্র দেবনাথ, হাজী আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়ও সাবেক পৌর মেয়র প্রয়াত আব্দুল মালিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল লতিফ স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উল্লেখ্য,পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস
Posted ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.